প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট ইউনিয়ন পর্যায়ে শুরু হয়ে উপজেলা, জেলা, বিভাগ সর্বপরি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় চ্যাম্পিয়ন নির্বাচন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, নলডাংগা, নাটোর কর্তৃক ০৫ ও ০৬ জানুয়ারি ২০২৫ তারিখে নলডাংগা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ২ দিন ব্যাপী ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত টুর্নামেন্টে নলডাংগা উপজেলার ৭২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ৫ টি ইউনিয়ন (ব্রম্মপুর,বিপ্রবেলঘড়িয়া, পিপরুল, মাধনগর ও খাজুরা ইউনিয়ন) ও পৌরসভা হতে চ্যাম্পিয়ন ৬ টি বালক ও বালিকা দল অংশগ্রহণ করে। উপজেলা পর্যায়ে বালক ও বালিকা উভয় গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে নলডাংগা উপজেলার প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করে মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উক্ত ২ দিনব্যাপী ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রপি তুলে দেন জনাব মো: রেদোয়ানুল হালিম উপজেলা নির্বাহী অফিসার, নলডাংগা, নাটোর। এছারাও উপস্থিত ছিলেন জনাব মো: মোস্তাফিজুর রহমান অফিসার ইনচার্জ, নলডাংগা থানা, নাটোর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস